রঙে রঙে রাঙানো
লাল শাড়িতে জড়িয়ে
মধু পিয়ে কোন বন্ধু
যায় গো রূপ ঝরিয়ে।
লাল কৃষ্ণচূড়া ওই
ডেকে যেন অস্থির
ওগো সখি যাও কই
দেখো মোর নব নীড়।
কোকিলের কুহু তানে
মন ছুঁয়ে যাবে ওই
নব রূপে নব সাজে
এসো সই কথা কই।
পলাশ শিমুল বনে
যত ছিল অভিমান
মিশে গেছে লাল রঙে
খুশি তাই মন প্রাণ।
বাসন্তী সাজে আজ
হাসে কত প্রিয়া যে
ফাগুনের গানে গানে
নাচে সব হিয়া যে!