প্রিয় বন্ধু মাইক্রোসফট এক্সেল,
তোমার থেকে বিদায় নিতে হবে
এ কথা ভাবতেই গলাটা ভারী হয়ে আসছে!
তবুও বিদায় নিতেই হবে
এ যে কঠিন বাস্তবতা!
তোমার বুকের উদার জমিনে কাজ করেছি,
কাজ করার পর প্রোগ্রাম থেকে বের হতে চাই,
তোমার অরূপ মায়ার বাঁধন ছিন্ন করতে চাই;
তুমি শুধু চেয়ে আছো নির্বাক, কেমন যেন
ইশারা করছো "হে কর্মঠ কর্মী, কাজ করো
আমার স্প্রেডশীটে,আমার বুকে, পীঠে।"
কিন্তু আমাকে যে বের হতেই হবে,
বের করার উপায়-
সেটাও তো জানা আছে আমার!
ভাবনার সাগরে হাবুডুবু খেতে খেতে
হঠাৎ নজড় কাড়ে
সেই ফাইল মেনু!
ফাইল মেনু থেকে Exit অথবা
Close বা উপরের ডানদিকে
ক্রস বাটনে ক্লিক করতে
মনের অজান্তে চলে যায় কার্সর!
ক্লিক করার সাথে সাথেই
চলে আসে তিনটি ছোট ঘর বিশিষ্ট
ডায়ালগ বক্স, যেখানে সুন্দর করে
লেখা আছে Save,
Don't save, Cancel.
নিয়তির কী নিয়ম!
এখন ফাইলটি সেভ করে
বের হতে চাইলে Save বাটন
এবং সেভ না করতে চাইলে
Don't save বাটনে ক্লিক করে
বের হয়ে যেতে পারি ।
আমি সেভ বাটনে ক্লিক করে
তোমার স্মৃতিকে সুরক্ষিত রেখেই
চলে যাচ্ছি!
তুমি আলো ভরা নয়নে কষ্ট নিও না বন্ধু!.
আমি আবার এসে
তোমার দরজায় কড়া নাড়বো ;
একটু সময়ের ব্যবধানে!