দশমিকের আগে
বলতে ইচ্ছে জাগে....
একক থেকে ক্রমান্বয়ে বামদিকে তার
অঙ্ক নিয়ে জোড়া বাঁধার দৃশ্য চমৎকার।
দশমিক বিন্দুর পর—
অঙ্ক থেকে ডানের দিকে জোড় বাঁধো সুন্দর!
এতে যদি সর্বশেষে একটি অঙ্ক রয়
তারপরে এক শূন্য দিয়ে জোড়া বাঁধতে হয়।
পূর্ণ সংখ্যার বর্গমূল আজ করে নাও সজ্ঞানে
এরপরে দাও দশমিক তার বর্গমূলের ডানে।
বিয়োগ করার পর—
দশমিকের পরের জোড়া দেখবে কী সুন্দর!
এরপরে নামাও তুমি প্রথম জোড়াটি
দশমিকের পরেই যারা ছিল গো জুটি।
বর্গমূলের নিয়ম মেনেই অগ্রসর হবে
সমাধানের প্রত্যাশাটা মনের মাঝে রবে।
দশমিক বিন্দুর পরে
বর্গমূলটা কত হবে জোড়া শূন্যের তরে?
উক্ত বিন্দুর পর—
বর্গমূলে এক শূন্য দিও ওহে গুণধর!
দুই দশমিক স্থান অবধি বর্গমূলের তরে
কমপক্ষে ছয় অঙ্ক নিও দশমিকের পরে।
তিন দশমিক স্থান অবধি বর্গমূলের তরে
কমপক্ষে আট অঙ্ক নিও দশমিকের পরে।
এরই ফলে বর্গমূলের আসন্ন মান সব
সঠিক হবে—এই প্রত্যাশা করবে অনুভব।
যত দশমিক স্থান অবধি করবে বর্গমূল
সেই স্থানের অঙ্ক যেন থাকে গো নির্ভুল।
উক্ত অঙ্কের পরের অঙ্ক শূন্য থেকে চার
এদের মাঝে একটি হলে নেই প্রয়োজন তার।
উক্ত অঙ্কের পরের অঙ্ক পাঁচ বা পাঁচ এর বড়
হয় যদি—ঐ অঙ্কের সাথে 'এক' কে যোগ করো।
ক্ষমা করো ভুলগুলো মোর বিশ্বের সকল ছাত্র
তবুও চলুক **"গণিত নিয়ে ক্ষুদ্র প্রয়াস মাত্র"!**