"বিসমিল্লাহির রহমানির রহিম"

প্রথমে আজ স্মরণ করি  
মহান রবের নাম,  
যিনি মোরে দান করেছেন  
নিখুঁত সেরিব্রাম।  

ভাবনা-বোধের কেন্দ্র যাহা  
খুব রহস্যময়,  
সংবেদনশীল তথ্য যেথায়  
বিশ্লেষিত হয়।  

বুদ্ধিমত্তা, ভাষা, স্মৃতি,  
চিন্তা, গতিবিধি—  
কার হুকুমে নিয়ন্ত্রণ  
করছে অদ্যাবধি?  

একটি তথ্য জানা উচিত  
মোদের সকলের:  
প্রায় আশি ভাগ জুড়ে থাকে  
পুরো মস্তিষ্কের!  

সবচেয়ে তা বড় অংশ  
মানব মস্তিষ্কের,  
সবচেয়ে তা গুরুত্ববহ  
জানা সকলের।  

যা মূলত দুই ভাগে  
বিভাজিত রয়—  
এবার তুমি বলো তাদের  
নাম বা পরিচয়!  

প্রথম ভাগের নামটা হলো  
**বাম হেমিস্ফিয়ার**,  
দ্বিতীয় ভাগের নামটা হলো  
**ডান হেমিস্ফিয়ার**।  

পরস্পরকে যুক্ত রাখে  
বলো কি তার নাম?  
**"একটি স্নায়ুতন্তুর সেতু—  
কর্পাস ক্যালোসাম"**।  

উক্ত সেতুর কী ভূমিকা,  
কী তার অবদান?  
উক্ত সেতু করে থাকে  
তথ্য **আদান-প্রদান**।  

ললাট খণ্ড, পার্শ্ব খণ্ড,  
কর্ণ খণ্ড আর -  
পৃষ্ঠ খণ্ডের সমাহার—  
নাম কি বলো তার?  

সেরিব্রামের চারটি প্রধান  
**লোব** বিদ্যমান:  
প্রথমটি তার ললাট খণ্ড—  
**ফ্রন্টাল লোব** নাম।  

দ্বিতীয়টি পার্শ্ব খণ্ড—  
**প্যারাইটাল লোব**,  
তৃতীয়টি কর্ণ খণ্ড—  
**টেম্পোরাল লোব**।  

চতুর্থটি পৃষ্ঠ খণ্ড—  
**অক্সিপিটাল লোব**,  
কী কী কাজ করে ওরা  
জানাও মোরে সব!  

**ফ্রন্টাল লোব** মিষ্টি হেসে  
বলছে শোনো আজ:  
"সবাই নাকি জানতে চাও  
আমার সকল কাজ?  

- আমার দ্বারাই হয়ে থাকে  
**সিদ্ধান্ত গ্রহণ**,  
আমি রাখি **বিচারবোধ**,  
রাখিও **স্মরণ**।  

- আমার দ্বারাই হয়ে থাকে  
**চিন্তা**, **যুক্তি**র কাজ,  
এবং তাদের নিয়ন্ত্রণ -  
করতে নাহি লাজ!  

- আমি নিত্য ধরে রাখি  
সবার **মনোযোগ**,  
লক্ষ্য তাদের স্থির রাখি,  
না হোক দুর্ভোগ!  

- কাজ সমাপ্ত করার তরে  
আমায় প্রয়োজন,  
আমার দ্বারাই হয়ে থাকে  
ঐ **মোটর ফাংশন**।  

**প্রাইমারি মোটর কর্টেক্স**  
আমার মাঝেই রয়,  
আমার দ্বারাই হাঁটা-চলা সব  
নিয়ন্ত্রিত হয়!  

ভবিষ্যতের ভাবনা ভাবা,  
সকল কার্যক্রম  
পরিচালনা করে থাকি  
আমি তো হরদম!  

সঠিক-ভুলের মূল্যায়নও  
আমার দ্বারাই হয়,  
আমি কন্ট্রোল করে থাকি  
**রাগ**, **আনন্দ**, **ভয়**!  

আমার দ্বারা হয়ে থাকে  
**আবেগ নিয়ন্ত্রণ**,  
আমার দ্বারাই হয়ে থাকে  
**আত্ম-নিয়ন্ত্রণ**।  

অথবা কেউ করে যখন  
**পরিকল্পনা**,  
আমি যে তার উৎস তখন  
সাজাই ভাবনা!  

অথবা কেউ করে যখন  
**সমস্যা সমাধান**,  
এই আমারই তখন থাকে  
আসল অবদান!  

**কথা বলার** ক্ষমতা বা  
ভাষার ব্যবহার,  
এমন কাজেও আমায় তখন  
খুব বেশি দরকার!  

দরকারী সব শব্দ চয়ন,  
বাক্য গঠন করা—  
ভাষার তরে কে আর করে  
বলো আমি ছাড়া?  

**চলননির্দেশকারী কেন্দ্র**  
নাম রয়েছে মোর,  
চলন কাজে নির্দেশ করি  
সারাজীবন ভর!  

''আমি' 'আমি' যতই বলি,  
'আমি' আমার নই—  
মহান রবের হুকুম মেনে  
আজ্ঞাবহ রই।"