সমবেগে ছুটছে হরিণ, বেগটা আছে তার।
তার পিছনে ছুটবে বুঝি বাংলার টাইগার।

কত মিটার পেছনে রয় বাঘের অবস্থান
উদ্দীপকে দেওয়া আছে সেই সরণের মান।

স্থির থেকে যাত্রা শুরু, শূন্য আদিবেগ,
বাঘের ছিল সমত্বরণ, বাড়ছে গতিবেগ।

যে পথে ঐ ছুটছে হরিণ সেই পথে ঐ বাঘ
ঐ ত্বরণে যাত্রা করে ; বাঘের মাথায় রাগ!

কত সময় পরে বাঘটি  হরিণ ধরতে পায়
কিংবা কত দূরে ধরে হিসাব দাও আমায়?

মনে করো ঐ হরিণের সমবেগের মান
এক সেকেন্ড পঁচিশ মিটার আছে বিদ্যমান।

পঞ্চাশ মিটার পেছনে রয় বাঘের অবস্থান
সেখান থেকে যাত্রা শুরু এমনই বিধান।

বাঘের সমত্বরণ আছে মানটা কত তার?
ধরো পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার।

এবার তোমায় সমাধানের উপায় বলে যাই
ধরে নেবো  ' ক' সময় যা জানা নাই।

ঐ সময়ে বাঘের সরণ বের করার পরে
হরিণেরও সরণ জেনে নেবে হিসাব করে।

সমত্বরণ, সময় থেকে বাঘের সরণ পাবে
সঠিক সূত্র থেকে তুমি হিসাব করে যাবে।

হরিণের ঐ সরণ পাবে সহজ সূত্র থেকে
গতিবেগ ও সময় যেথায়  আছে হাসি মুখে!

শর্তমতে, বাঘের সরণ সেটুক বেশি হয়
যত মিটার পেছনে সে শুরুর দিকে রয়।

হরিণটিকে ধরার তরে বাঘের সরণ তাই
হরিণের ঐ সরণ থেকে সেটুক বেশি পাই।

উপরোক্ত শর্তে গড়া সমীকরণ হতে
"ক" অথবা সময় কত বলো হিসাব মতে?

খেয়াল করো আসতে পারে দ্বিঘাত সমীকরণ,
দুই ধরনের সময় পাবে রাখিও স্মরণ।

সময় সদা ধনাত্মক হয়ে থাকে তাই
ঋণাত্মক মান বাদ দিয়ে দাও ওহে বিজ্ঞ ভাই।