বাধাদানকারী বল
যার কারণে গতিশীল বস্তু হয়ে যায় নিশ্চল।
কত ছিল আদিবেগ তার?
"পার সেকেন্ডে সিক্সটি মিটার।"
ঐ বস্তুতে প্রয়োগ করলে নয় নিউটন বল
মিটার দশেক দূরত্বে কী হবে তা নিশ্চল?
মনে করো, বস্তুটির ভর আছে পঞ্চাশ গ্রাম
এবার তুমি বলো সেটা কত কিলোগ্রাম?
উপরোক্ত বল এবং ভরের অনুপাত
নির্দেশ করে মন্দণের মান, বুঝলে তুলো হাত।
এক সেকেন্ডে যে পরিমাণ বেগ কমে তার
কেউ বা আবার তারে বলে বেগ হ্রাসের হার।
কেউ বা আবার মন্দণ নামে ডাকে বারবার
সেই মন্দণের মানটা কত বলো তো এইবার।
একশ আশি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার
মন্দণের মান পাবে তুমি - হিসাব চমৎকার।
ঐ বস্তুটি থেমে যাবে এমন শর্ত রয়
এজন্য তার সমাপ্তি বেগ শূন্য ধরা হয়।
suvas মাখা সমীকরণ ঐ মন্দণের তরে
প্রয়োগ করে সরণ পাবে দেখো হিসাব করে।
"আদিবেগ ও শেষ বেগের বর্গের অন্তর"
চেয়ে আছে যুগল চোখে দেখতে কী সুন্দর!
ঐ মন্দণের দ্বিগুণ দ্বারা করো "তারে" ভাগ
সরণের মান পাবে তুমি বাড়বে অনুরাগ!
হিসাবকৃত সরণ এবং প্রদত্ত সরণ
সমান হলে নিশ্চল হবে -রাখিও স্মরণ।