শোন রে অবুঝ হৃদয় আমার
শোনরে অবুঝ মন,
এই খেলাঘর ভাঙবে যে তোর
আছে কি স্মরণ?
ধরার মাঝে কোন রূপ আছে
যা হবে না শেষ?
কোন কারণে দিশেহারা
কীসের ব্যথা-ক্লেশ?
বাঁধন গড়লে স্রোতের ’পরে
টিকবে কী তা বল?
চিরস্থায়ী আবাস গড়তে
ফেলরে চোখের জল।
নয় কেহ তোর আপন হেথায়
সৎ কর্ম ছাড়া,
তাইতো বলি শোনরে মন
হোসনে সুপথ হারা।
সকল কষ্ট সহিতে শিখ
বিপদ-আপদ এলে,
বাঁধন রাখিস রবের সাথে
যাসনে কভু ভুলে’।
ছিঁড়ে ফেলতে হবে যে তোর
ধরার মায়া-জাল,
বিদায় কালে কার প্রতি তোর
থাকবে রে খেয়াল?
নিতে হবে চির বিদায়
ওরে অবুঝ মন
হয় তো দু’দিন কাঁদবে স্বজন
করবে রে স্মরণ।
(বি:দ্র:উপর থেকে নিচে বিজোড়তম লাইনগুলোর প্রথম শব্দ ধারাবাহিক মিলিয়ে পড়ুন)