মাইক্রোসফট এক্সেল তুমি
বড়ই চমৎকার
স্প্রেডশিট অ্যাপ্লিকেশন
(নামক) সফটওয়্যার।

তুমি করো সংখ্যাগত
ডেটা সংরক্ষণ,
বিশ্লেষণ ও হিসাব-নিকাশ
চার্ট প্রস্তুতকরন।

সারি কলাম ভিত্তিক শিটে
তথ্য উপস্থাপন,
গণিত, পরিসংখ্যান ছাড়াও
আর্থিক হিসাবকরন।

তোমার হাতেই থাকে সব
তথ্য সংরক্ষণ
তা সাজিয়ে রাখার তরেও
তোমার প্রয়োজন।

যোগ ও বিয়োগ, গুণ -ভাগ
গড় শতাংশেও
তোমার মতো নিখুঁত হিসাব
আর পারে না কেউ।

বার চার্ট ও পাই চার্ট,
লাইন গ্রাফ তাও
তথ্য বিশ্লেষণের তরে
তৈরি করে যাও।

তোমার মাঝেই বিদ্যমান
বিল্ট ইন ফাংশন
অতি দ্রুত করার তরে
কার্য সম্পাদন।

রিপোর্ট মেকিং, ডেটা ফিল্টার,
সর্ট, পিভট টেবল
ইউজ করে রিপোর্ট করতে
তুমি তো সবল।

আয় -ব্যয়, হিসাব যত
বাজেট প্ল্যান আর
আর্থিক রিপোর্ট তৈরি করাও
তোমার অধিকার।

সময়সূচি, ছাড়াও যত
থাকে কাজের প্ল্যান,
সময় ভিত্তিক করো তুমি
ডেটা ম্যানেজমেন্ট।

সংখ্যা -ডেটা পরিচালনায়
তোমার জুড়ি ভার,
মাইক্রোসফট এক্সেল তুমি
প্রবল সফটওয়্যার।

শুধু হিসাব, বিশ্লেষণ আর
রিপোর্ট লেখা নয়
সুন্দর করে উপস্থাপন
তোমার দ্বারাই হয়।