মাইক্রোসফট এক্সেলটাকে বন্ধ করার আগে
এক্সেল ফাইল সেভ করা যে আমার ইচ্ছে জাগে।
Ctrl+S চাপ দিয়ে তা করি সংরক্ষণ
পরে এক্সেল বন্ধ করো ওগো সুধীজন।
উক্ত এক্সেল বন্ধ করার কিছু উপায় আছে,
এক্সেল উইন্ডোর উপরে যাও ক্রস চিহ্নের কাছে।
তার উপরে ক্লিক করে বন্ধ করা যায়,
এবার বলো বন্ধ করার দ্বিতীয় উপায়।
স্ক্রিনের ডানদিকে যাও উপরের কোণায়
Close বাটন সুন্দরভাবে রয়েছে যেথায়।
তার উপরে ক্লিক করে বন্ধ করা যায়,
এবার বলো বন্ধ করার তৃতীয় উপায়।
Alt+ F4 রয়েছে যেথায়
তার উপরে ক্লিক করেও বন্ধ করা যায়।
কিংবা কোথায় ফাইল মেনু তারে খুঁজে নাও
তার উপরে ক্লিক করে নিচের দিকে যাও।
নিচের দিকে গিয়ে পাবে Close বা Exit,
তার উপরে করো তুমি সঠিকভাবে ক্লিক।
আগে যদি এক্সেল ফাইল সেভ না করে থাকো,
তবে পাবে ডায়ালগ বক্স এমন বিশ্বাস রাখো।
Save, Don't save লেখা কিংবা Cancel রয়,
সেভ করেই বন্ধ করা উচিৎ মনে হয়।
এতো কষ্টের ডাটা হারায় সেভ না করা হলে
আবার কষ্ট করতে হবে সেভ না করার ফলে।