আজ প্রথমে ওপেন করি
পাওয়ার পয়েন্ট অ্যাপ,
লক্ষ্য নির্ধারণে যেন
রয় না কোনো গ্যাপ।
শিক্ষামূলক স্লাইড চাই,
লক্ষ্য আমার এই:
স্লাইডের ডিজাইনটাও
বেছে নিলাম সেই!
এরই তরে বেছে নিলাম
সুন্দর একটা থিম,
ব্যাকগ্রাউন্ড এবং আরো
ঐ কালার স্কিম।
প্রথম স্লাইড লিখতে হবে
নাম কী দেবো তার?
“শিরোনাম স্লাইড” তা
খুবই চমৎকার।
এরই তরে যত্ন করে
টাইটেল লিখে দিও;
চাইলে তুমি সাবটাইটেল
সাথে-ই দিও, প্রিয়।
বিষয়ভিত্তিক কন্টেন্ট স্লাইড
তৈরি করতে চাও?
নিউ স্লাইডে ক্লিক করে
যুক্ত করে নাও।
স্লাইডে লেখা ও গঠন
করব নির্ধারণ,
হেডিং এবং বুলেট পয়েন্ট,
টেবিল যুক্তকরণ।
এরইপরে খুঁজে নেবো
ইনসার্ট অপশন,
যা দিয়ে সব ছবি, চার্ট
করব সংযোজন।
অথবা গ্রাফ, অডিও বা
ভিডিও সংযোজন;
একইভাবে করতে পারি,
রাখিও স্মরণ।
এরপরে ভাই, করব মোরা
**অ্যানিমেশন** তার,
যার তরে ঐ স্লাইড খানি
হবে চমৎকার।
**অ্যানিমেশন** করার তরে
কী কী করতে হয়?
সেসব বিষয় ভুলে যাওয়া
তোমার উচিত নয়।
টেক্সট, ছবি বা টেবিল, গ্রাফ
করতে প্রদর্শন;
কখনো ফের করতে পারি
তার স্লো মোশন।
ফেড ইন দিলে আস্তে আসে,
ফ্লাই ইন দিলে উড়ে;
জুম দিলে বড় হয়ে আসে,
বাউন্স দিলে লাফিয়ে...।
প্রথমে সেই লেখা, পিকচার
সিলেক্ট করি, তাই
অ্যানিমেশন ট্যাবে পরে
ক্লিক করি, ভাই।
অ্যানিমেশনের স্টাইলও
বাছাই করার তরে,
যা পছন্দ, তার উপরে
ক্লিক করি পরে।
এরই পরে খুলে নিয়ে
অ্যানিমেশন প্যান,
টাইমিং,অর্ডার সঠিক করে,
কম্পিউটার ম্যান।
পরে আবার স্লাইডগুলোর
করি ট্রানজিশন,
যা নির্ধারণ করে তাদের
চেঞ্জিং-এর ধরন।
স্লাইড শো মোডে গিয়ে
পুরো উপস্থাপন
প্রিভিউ করতে ভুলো না গো,
ওহে অবুঝ মন!
অতঃপর তা সংশোধন-
পরিমার্জন করে,
এক্সপোর্ট করে নেবো মোরা
ভিডিও আকারে।
সুযোগ হয় যখন,
নির্ধারিত স্থানে তা
করব উপস্থাপন।