পরশ পাথর যেন তুমি মোর প্রিয়া
পরশে হরষে মন পুলকিত প্রায়
গভীর বাঁধনে যেন নিয়েছ বাঁধিয়া
অসীম অপার চির প্রেম মমতায়।

নবীনা রূপিণী রূপে নীরবে আসিয়া
মনের আলয়ে যবে ঠাঁই নিলে হায়
বাঁধ ভাঙা সুখে যেন বুক ভেঙে যায়
আমার ধমনী শিরা উঠিল নাচিয়া।

হৃদয় বাসিনী তুমি তুমি কোমল অধরে
আদর সোহাগ দিয়ে মনের মতন
নিবিড় যুগল হয়ে যুগ যুগ  ধরে
নিত্য রচিও প্রেমের অমর কথন,
বন্দনা করিবে যবে সেই লেখা পড়ে
উদ্ভাসিত হবো তবে আমরা দু'জন।