রেখা হলো অসীম দৈর্ঘ্যের
একটি সরল পথ,
সীমানা বা প্রান্ত বিহীন
সবার একই মত।

রেখা নামে এই ভুবনে
সবাই ডাকি যারে
দুদিকে তীর চিহ্ন দিয়ে
প্রকাশ করো তারে।

লোবাবা কয় রেখা হলো
একমাত্রিক রাশি
দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই
জানে বিশ্ববাসী।

অসীম দিকে বিস্তৃত রয়
উভয় দিকে চাহি
কোথায় আদি কোথায় অন্ত
তার সীমানা নাহি।
লোবাবা কয় রেখা সে তো
অসংখ্য বিন্দুর -
অনন্ত এক সমারোহ
চলে অচিনপুর।

লাবণ্য কয় রেখা সে তো
আদি অন্তহারা,
তবুও সরল অসীম দীঘল
সবার হৃদয় কাড়া!