স্থির একটি বস্তু নিয়ে তুমি তার উপরে
প্রযুক্ত বল দশ নিউটন যাও প্রয়োগ করে।
পঞ্চাশ মিটার যাওয়ার পরে বস্তুর গতিবেগ-
একুশ মিটার পার সেকেন্ড ;রয়েছে উল্লেখ।
উক্ত বস্তুর হিসাবকৃত ভরের পরিমাণ
কেজি দুয়েক,দেওয়া আছে, চমৎকার বিধান।
ঘর্ষণ বল কত হবে উক্ত তথ্য মতে?
হিসাব কষে বলো সঠিক সমীকরণ হতে।
প্রযুক্ত বল /সরাও যদি/ উক্ত সরণ শেষে
বস্তু কখন/ থেমে যাবে /বলো মিষ্টি হেসে?
এবার বলি ছন্দে সুরে সহজ সমাধান,
প্রথমে তাই বের করিও তার ত্বরণের মান।
suvas মাখা সমীকরণ খুবই প্রয়োজন,
সূত্র প্রয়োগ করে পাবে কাঙ্খিত ত্বরণ।
চার দশমিক চার এক মিটার প্রতি বর্গ সেকেন্ড
উক্ত বস্তুর ত্বরণের মান সবাই লিখে রাখেন।
ভরের সাথে ঐ ত্বরণের পাবে যে গুণফল
যা মূলত ঐ বস্তুটির কার্যকরী বল।
আট দশমিক আট দুই নিউটন কার্যকরী বল
এর সাথে তুলনা করো ঐ প্রযুক্ত বল।
খেয়াল করো প্রযুক্ত বল,কার্যকরী বল,
একই সমান নহে কেন, কিসের ফলাফল?
কার্যকরী বলের চেয়ে ঐ প্রযুক্ত বল,
তুলনামূলক বেশি হবে, বলরে সবাই বল।
উপর্যুক্ত বল দ্বয়ের ব্যবধানের মান
তা হলো বস্তু -তলের ঘর্ষণ বলের মান।
এক দশমিক এক আট নিউটন উক্ত ঘর্ষণ বল
যা মূলত সবার কাছ সঠিক ফলাফল।
এবার তুমি ঐ ত্বরণের সমীকরণ হতে
ঐ সরণের তরে সময় পাবে হিসাব মতে।
কিংবা সময় পেতে পারো একটু ভেবে দেখে
সরণ এবং গড়বেগের অনুপাত থেকে।
উক্ত সময় পরে বস্তুর ঘর্ষণ বলের তরে
ঐ বস্তুটি থেমে যাবে দেখো লক্ষ্য করে।
ঐ বস্তুটির ঘর্ষণ বল আর ভরের অনুপাত -
নির্দেশ করে মন্দণের মান; কী সহজ হিসাব!
পরে মন্দণ হতে বাকী সময় জেনে নিও
দরকারী সব তথ্য দিয়ে হিসাব কষে প্রিয়।
শুরু থেকে শেষ অবধি মোট সময়ের মান
উপর্যুক্ত সময়দ্বয়ের যোগফলের সমান।
ফোর্টি পয়েন্ট ফোর সেকেন্ড মোট সময়ের মান
ছন্দে সুরে হোক অবসান সকল বলের গান।