একদিন এমন একটা সময় আসবে
আজরাইল এসে পাশে বসবে
রুহটা আমার হরণ করবে
দেহটা না আর নড়বে চড়বে।।


মা আমার মাটিতে আছড়ে পড়বে
দেহটা আমার আঁকড়ে ধরবে
সজোরে এক চিৎকার করবে
আমাকে আর না দেখিতে পারবে।।


বাকিদের চোখ ছলছল করবে
একনজরে আমাকে দেখিতে রইবে
কান্নার হঠাৎ জোয়ার বইবে
আমি নাহি তা শুনতে পাইবো।।


মসজিদের মাইকে এলান হবে
শোকের খবর শুনানো হবে
সবাইকে তা জনানো হবে
কখন আমার জানাজা হবে।।


মসজিদের বারান্দার ঐ খাটিয়াটা আনা হবে
আস্তে আস্তে আমাকে নামানো হবে
শেষ গোসল আমাকে করানো হবে
সাদা কাপড়ে আমাকে মোড়ানো হবে।।


আপানজন সব ছুটে আসবে
একের পর এক আমাকে দেখতে থাকবে
বন্ধু বান্ধবরাও আসতে থাকবে
দেহটা আমার নিথর হয়ে পড়ে থাকবে।।


চিৎকার করে বলবো আমি
দুনিয়া ছেড়ে যাইনি আমি
আমি এখনো এখানেই আছি
তোমাদের অনেক কাছেই আছি।।


আরো কিছুদিন আমি বাচতে চাই
মায়ার দুনিয়ায় থাকতে চাই
কিন্তু কেউ কি শুনবে আমার ডাক?
কেউ শুনবে না লাশের আর্তনাদ।।