সময়টা কেমন যেন তাই না?
সবকিছু আছে
তবুও কেমন যেন মনে হয়,
মনে হয় যে কিছুই নেই।
এ যেন এক অচল নগরী,
এ যেন এক দূর্ভিক্ষে পতিত নগরী।
আশপাশ কেন যেন সব শূন্য।
কিন্তু তুমি কি জানো?
এ শূন্যতা, এ অচলতা,এ দূর্ভিক্ষ সবার জন্য নয়
এ শূন্যতা,এ অচলতা,এ দূর্ভিক্ষ
কেন যেন শুধু তোমার জন্য
কারণ তুমি তো এখন বাইরে যেতে পারবে না,
এখন তুমি পারবে না পরিবারের মুখে খাবার তুলে দিতে।
বাইরে গেলেই যে বলবে
ঘরে থাকুন, সুস্থ থাকুন
কারন তারা তো জানে না যে
তোমার ঘরে থাকাটা কত কষ্টের
কর যন্ত্রণার  
আবার তুমি তো কারো কাছে চাইতেও পারবে না
ঘরে চার দেওয়ালের মধ্যে থেকে হয়তো
তোমার দেহ থেকে প্রানটা বেরিয়ে যাবে
কিন্তু তবুও তুমি কারো কাছে হাত পাততে পারবে না
কারণ তোমার তো আত্মসম্মান পাহাড় সমান
কারণ তুমি যে মধ্যবিত্ত
তোমার গলায় তো একটা বড় বোর্ড ঝুলানো আছে
আর তাতে লেখা আছে মধ্যবিত্ত।