ঈদের চাঁদে আলোকিত পশ্চিমাকাশ
কালকে পবিত্র ঈদের দিবস
সকলের মনে বাজে আনন্দের গান
এ যে স্বয়ং প্রতিপালকেরই দান।।


প্রতিপালকের দানে ঘটেছে এবার ভিন্নতা
সকলের মনে তাই বিষন্নতা
কাহারো মনে বাজিবেনা খুশির গান
রিক্তহৃদয় দিচ্ছে শুধু হাহাকার।।


অসুস্থ আর ভয়াল এ শহরে
গ্লানি আর ম্লানির নহরে
ঈদ হবে না বরণ সাদরে
শহরটাও ঢাকা পড়বে নিরানন্দের চাদরে।।


ঈদ হারাবে তার আনিত আনন্দ
ঈদ নাহি ছড়াবে তার সুরভি মাধুর্য
এমন বিষণ্ণ ঈদ আগে তো দেখিনি
রোদনভরা এমন ঈদ আগে কখনো আসেনি।।