তোমাকে পাবার বাসনাকে ঘিরে
কংক্রিটের শহর থেকে একটু দূরে
তোমাকে নিয়ে হাটতে যাবো
কাপসা নদীর শূণ্য তীরে


ক্লান্ত হয়ে বসবো দুজনায়
সবুজের নরম ঘাস গালিচায়
হারাবো দুজনে রংধনুর রঙের মেলায়
শূণ্য তীরের গোধুলি বেলায়


দিনের আলো নিভে যাওয়ার আগে
যখন ফেরার ইচ্ছে হবে না আর নীড়ে
তখন তোমায় হারানোর ভয় ছেড়ে
শুকনো একজোড়া ঘাসফুল নিয়ে
বলবো তোমায় সিক্ত গলায়
আমি ভালবাসি তোমায়।।