আসবে আবার হয়তো তুমি কখনো হঠাৎ করে,
ফাল্গুনের ঐ ঝরা পাতার মড়মড়ে গান হয়ে।


আসবে আবার হয়তো তুমি কখনো হঠাৎ করে,
শুকনো দিনের মেঠো পথটার ধূলির সঙ্গি হয়ে।


আসবে আবার হয়তো তুমি কখনো হঠাৎ করে,
বসন্তের ঐ রঙিন দিনের দক্ষিণা বাতাস হয়ে।


আসবে আবার হয়তো তুমি কখনো হঠাৎ করে,
বর্ষার ঐ কালো মেঘের বৃষ্টির জল হয়ে।


আসবে আবার হয়তো তুমি কখনো হঠাৎ করে,
শরৎ এর ঐ নীল আকাশে তুলোর মেঘ হয়ে।


আসবে আবার হয়তো তুমি কখনো হঠাৎ করে,
কুয়াশায় বোনা মাঘের শীতের স্নিগ্ধ শিশির হয়ে।


আসবে তুমি আসবে আবার
আসবে বারে বারে,
ষড়ঋতুর এই রূপের খেলা
দেখবো তোমায় সাথে নিয়ে।