অমাবস্যার নিরবতা ভেঙ্গে
বদ্ধ ঘরের বন্ধ দুয়ার খুলে
হিমালয় সম বাধার দেয়াল ডেঙ্গিয়ে
সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে
গায়ে রংধনু মাখিয়ে
হাতের মুঠোয় হিমেল হাওয়া নিয়ে
দক্ষিণা হাওয়ার সাথে মিশে
এসেছি আজি তোমার দুয়ারে
খুলে দাও তব দ্বার,
খুলে দাও তব বন্ধ জানালা
খুলো বন্ধ মনের খিল
ভেঙ্গে দাও তব মনের তালা
হেসে দাও খিল খিল।


জ্বেলে দাও সব আলোর প্রদীপ
আলোকিত হোক চিত্ত,
নব রুপে আজ সেজে নাও সখা
দেখো মেঘেরা করিছে নৃত্য।
বৃষ্টির তালে কোলা ব্যাঙ ডাকে
গাইছে বনের পাখি,
ঐ দূর দিগন্তে রংধনু জাগে
দিচ্ছে পাহাড়েরা হাত ছানি,
কান পেতে শুনো রব উঠেছে
তোমায় ভালোবাসি।