তোমায় ভুলবো আমি!তাও কি কখনো হয়?
প্রাণের চেয়ে প্রিয় তুমি জানো নিশ্চয়।


চেষ্টা করেছিলাম বহু আগে
কিন্তু পাইনি তোমায় ভুলতে,
তাইতো রে হায় রাগ বি রাগের পর্দা ছিঁড়ে
চাই তোমার কাছে ফিরতে।


কি নাম দেবো এ ভালোবাসার
যদি সমাজ বুঝে ভুল!
দূর থেকে তাই ভালোবেসে যাই
ছিটায়ে সখার শ্রী চরণে ভালোবাসার ফুল।


তোমার প্রেমে যদি লাগে কলঙ্কের ও দাগ
লাগে লাগুক তবুও এ মন তোমায় ভালোবেসে যাক।


পরিশেষে তাই নিবেদন ও হায় সমাজ যদি মোরে করে বিতারিত,
ঐ শ্রী চরণে তুমি ঠাঁই দিয়ো সখা,
তুমি জানো আমার প্রেমের বিশুদ্ধতা কত।