জাতীয় কবি নজরুল
রচনাঃ মাহমুদুল হাসান
২৪ মে ২০২৫, কালুরঘাট,চট্টগ্রাম

তুমি ঝড়, তুমি গান, তুমি দিগন্ত পেরোনো,
তুমি হৃদয়ে আগুন, বিদ্রোহে গর্জন শোনানো।
তুমি ছন্দের ঝংকার, তুমি শব্দের বাজনা,
তুমি অন্ধকার ভেদ করা এক দীপ্ত আজনা।

তুমি শিশিরে শান্তি, তুমি বজ্রে সাহস,
তুমি বুলবুলির কণ্ঠে প্রতিবাদের পাশ।
তুমি হলাহল পানে অমৃত বয়ে আনা,
তুমি ন্যায়ের অগ্নিশিখা, জ্বালাও মনের গানা।

তুমি প্রেমিক, তুমি বীর, তুমি মাটির কণ্ঠ,
তোমার ভাষায় ফুটে ওঠে মুক্তির সংগীতলিপি।
তুমি সুরের জোয়ার, তুমি কবিতার ঢেউ,
তুমি বাংলার প্রাণ, তুমি পথের আলো বৌ।

তুমি ধ্বনি, তুমি বর্ণ, তুমি জাতির অভিমত,
তুমি সাম্যের নিশান, তুমি জাগ্রত মানবত।
নমে না যে মাথা, থামে না যে পথ,
সে তুমি নজরুল—অক্ষয় তুমি সত্যরথ।