অর্থের লোভে পাথর হাতে,  
মানুষ যেন পশুর ছাঁটে।  
আলোর শহর আঁধার বাঁকে,  
বিবেক ঘুমায় টাকার ফাঁকে।

মাটি খায় রক্ত-জল,  
নদীও বোঝে হৃদয় ছল।  
গোলাপ গাছে আগুন ফোটে,  
স্বপ্ন পুড়ে ছাইয়ের রোটে।

সিংহাসনে বসে শকুন,  
ন্যায়ের গলা টিপে করে ধ্বংস কুন্ঠন।  
মানবতা আজ ভিখারির বেশে,  
আকাশ কাঁদে নীরব হেঁশে।

তবু আশা—জোনাকির আলো,  
অন্ধকারেও জ্বালায় ভালো।  
এই মৃত্যু নয় শেষ কথা,  
রুপকথা ফিরবে প্রতিবাদের প্রভাতে।

তাই বলি, চুপ করিস না, ভাই,  
রক্তের বদলে গর্জে উঠুক নাই।