আজীবন পাখিকে দেখলাম
হাসান মাহমুদ


আজীবন পাখিকে দেখলাম
উড়ন্ত ঐ আকাশ নীল
ঠুকরে কাঁদে বেদনায় চৌচির
ঝাপ্টায় আর আচরে পরে ঝিল।
ক্লান্ত এক প্রাণ তার;নশ্বর
জীবনের মানে কি আর;
ছুরিকাঘাতে ধ্বংস?
প্রান্ত নীল কোনো এক
পথিকের হাতের।
মুছে গেলো সব ব্যথা
শুকিয়ে এলো তাজা ঘা
কোনো এক আদিম ঘরে
পেয়ে ছিলো জীবনের ছা।
আজীবন পাখিকে দেখলাম
অতিথির মতো ঘুরে ঘুরে উড়তে
কোথাও ঠাঁই নাই;স্থির নেই
জায়গা নেই;বসতে।
অবহেলা বিরহ আর ক্লান্ত
অশ্বত্থের মতো দাঁড়ানো ঠাঁই
হিজলের মতো কালো ব্যাথায়
ব্যথিত; নাই কিছু নাই।।