একটাই প্রশ্ন থেকে গেলো
হাসান মাহমুদ


তোমাকে ভালোবাসার জন্য হয়তো
তোমার শহরেই আমার নতুন করে জন্ম
তোমার শহরেই আমার পদচারনা
তোমার শহরের অলিগলি থেকে প্রতিটা ধূলিকণা
আমার পারতেপারতে চিনা পরিচিত।


যেদিন তোমাকে তোমার পরিচিত শহরে দেখেছি
তুমি মুচকি হেসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে
বিশ্ব রোডের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছো
সেদিনই আমি তোমার স্বচ্ছ পরিপাটি হাসির প্রেমে পড়েছি।


সেই প্রেম থেকেই তোমাকে ভালোবেসেছি
মনের অজান্তে তোমাকে বহুবার বলে দিয়েছি
আমি তোমাকে কতটা ভালোবাসি
বহুবার ইশারা, চোখের দৃষ্টিতে,নানান ইঙ্গিতে
বহু বাহানার ছলে বুঝিয়ে দিয়েছি।


কিন্তু তুমিতো পাশান হৃদপিণ্ড পরিনত মুর্তি
বুঝিয়াও নানা অযুহাতে ফিরিয়ে নিয়েছ মুখ
জানিনা কেন নিয়েছ আমাতে ফিরিয়ে আঁখি
মনের মাঝে কেন বেঁধেছ ঘৃণার ফুর্তি।


আমাকে ভালোবাসলে তোমার
বড্ড বেশি ক্ষতি হতো প্রিয়?
নাকি সময়ের অভাবে ভালোবাসার শুভক্ষণ আসেনি?
একটাই প্রশ্ন থেকে গেলো তোমার স্মৃতির শহরে
আমাকে কেন তুমি ভালোবাসতে পারলে না?


যদি কোনো দিন আমার জন্য আসে মায়া
সেদিন উত্তর টা দিও তুমি ফিরিয়ে
তোমার উত্তরের জন্য অপেক্ষা থাকবো
নিঃশেষ হবেনা প্রিয় আমার সোনার কায়া।।।