আমি একটি ভুলের জন্য কবিতা লিখি
হাসান মাহমুদ


আমি একটি ভুলের জন্য কবিতা লিখি
নতুন ভাষায় নতুন রূপে নতুন কিছু শিখি।
ভুলের মূলে জল ঢেলে তরতাজা প্রাণ দেবো
করিবো প্রাণচঞ্চল সুন্দর ; আকৃষ্ট করে নেবো।
আষাঢ়ের বাদলে যেমন প্রাণ ফিরে তরুর
হাসি ফুটে উলঙ্গ বালুকাময় ঝুরঝুরে মরুর।
আমি তেমনি ভুলের মূলে ঢালিব জল
প্রাণ ফিরাবো ভুলের ; ডুবিয়ে দিবো ভুল।
আমি একটি ভুলের জন্য কবিতা লিখি
নতুন ভুল, পুরান ভুল শ্বেত পাতায় আঁকি।
শরৎ মেঘের ভেলায় চড়াবো আমারি ভুল
হেমন্তের গানে বাজাবো ছলছল কলোকল।
ঋতুর আবর্তনে ভাসিয়ে দিবো সব টাই
সঠিক আসবে না ভুল খুঁজে মরি তাই।
আমি একটি ভুলের জন্য কবিতা লিখি
কবিতার অলিতে গলিতে ভুলেই থাকি।
শব্দ ভুল, বাক্য ভুল,ভুল অর্থ আয়ু
ভুল তাড়িত শব্দমূলে পিছলে পড়ে বায়ু।
যেমন নদী সার্থ ছেড়ে ভাসায় তরী পাল
জীবন যতই হোক না তার কলঙ্ক জঞ্জাল।
তেমনি আমিও ভুল খুঁজে যাই ভুল আনি তুলে
শত ভুল এক ভুলেতেই যাইগো আমি ভুলে।