একুশের গান
হাসান মাহমুদ


একুশ এলে হৃদয় জ্বলে
আমার ভাইয়ের রক্ত
সূর্য উঠে  সূর্য ডুবে
হয়নি আজও ওয়াক্ত।
ফাগুন এলে আগুন জ্বলে
আ ই ক খ এ বর্ণ
বক্ষ জ্বলে নয়ন জলে
ভাষা মোদের স্বর্ণ।
সালাম জানাই রক্তজয়ী
সালামেরই পদতলে
মোদের ভাষা বাংলা ভাষা
বরকতেরই রক্ত তলে।
রফিক, শফিক, জব্বার সবাই
আমাদেরই রক্ত সন্তান
মুখের ভাষা মায়ের ভাষা
তাদেরই সব আত্ম দান।