অলক্ষুণে অভিশপ্ত
হাসান মাহমুদ


আমি শেষ দেখছি!
আমি শেষের পাতার চিত্র দেখছি!
আমি অলক্ষুণে শেষ ধরনীটাকেই দেখছি!
এধরনীর বক্ষে অভিশপ্ত খড়কুটো দিয়ে
অলক্ষুণে নিজের ঘরকে পাকাপোক্ত করে বাঁধছে;
নিজে দিনকে দিন  স্থায়িত্ব করে তুলছে
চারিদিক নিজের অভিশাপ ছুঁড়ে দিচ্ছে।
তাই আজ চারিদিক নানাবিধ কুকর্মে নিমজ্জিত
ভাইয়ে ভাইয়ে শত্রুতা করাল স্তুপে পরিনত
ছেলে বাবাকে হত্যা, মা মেয়ে কে হত্যা
নাবালেক কন্যা ইজ্জত হারা
মায়ের পরকিয়ায় মেয়ের ইজ্জত লুট।
পত্রিকার পাতা খুললে খুন ঘুম নানা সংঘাতের লেখা,
নানা বিচিত্রা খবরে জমজমাট কাগজের মলাট গুলো।
আমার মতে এগুলো অলক্ষুণে শেষ ধরনীর কর্ম
এ অলক্ষুণে অভিশপ্তের ছায়া থেকে যতই এরাতে চেষ্টা করি
ততই এসে আমাদের কাছে ধরা দেয়।
এর থেকে বের হওয়ার এক মাত্র পথ
স্বাচ্ছন্দ্যে নিজ আমিত্বকে ভূগর্ভে বিলিন করা।।।