আমাতে নেই


আমি কি আর আমাতে রই নিশী হারাই ঘুম,
চাঁন্দে আর দেয় না আলো
থাকে বসে একদম।
আর ডাকে না ময়না কোকিল ছাড়িয়া কন্ঠ,
সব ভুলিয়া থাকি আমি, নিয়া যে কষ্ট।
এতো কি আর সহ্য হয়, ফুরাইয়া যায় দম,
আমি কি আর আমাতে রই নিশী হারাই ঘুম।
মাতাল হই বড্ড আমি সব ছাড়িয়া এখন,
কষ্ট লাগে ঠিক তখনি বল তুমি চিনোনা যখন।
আমি পাগল ঘুড়িয়া বেড়াই এই না পথে পথে,
কখন হবে দেখা বন্ধু তোমারই সাথে।
আশা ফুরাই আমাতে আমি নিঃশ্ব এখন মন,
আমি কি আর আমাতে রই নিশী হারাই ঘুম।
পাহাড়ও কি কাঁদে আমার কান্দনে,
আকাশ হইতে ঝরে বারি বেদনার বন্ধনে।
তুমি তুমি কতই পাষান
আমি আর তোমাতে নেই
আমাতেও নেই এখন।
সব ভুলিয়া আজ ঘুমের ঘোরে ডাকে তাই মরণ।