আমায় তোরা নে
হাসান মাহমুদ


যেথায় ভরে থাকে রাশি রাশি মেঘ
সাদা কালো অন্ধকারে,
সেথায় নেনা আমায় তোরা বারে বারে।


ধূসর রঙের আলপনা আঁকায়
নীলিমার উপরিভাগের মেঘ মালায়
সেথায় নেনা তোরা বারে বারে আমায়।


যেথায় সবুজ গাছের বুকে আগলে থাকে রূপালী
তার সৌন্দর্যের বিস্তারিত প্রতীক,
সেথায় আমায় একটুনে, আমি যে আজ পথিক ।


যেথায় লুকিয়ে আছে সোনালী কিরণ
টকটকে লাল হয়ে আসমানের গায়,
সেথায় নেনা তোরা আমায়।


যেথায় উঁকি দেয় বাগিচার পুষ্প
প্রভাত ফেরীর আগে
মোরগ ডাকা নিশী,
সেথায় আমায় দে তোরা মিশি।


যেথায় পাল তুলে ছুটে বেড়ায় মাঝি
সকাল সন্ধ্যা নামায় জীবনের বাজি
কোনো দিধা দ্বন্দ্ব ছাড়া
সেথায় আমায় তোরা করে দে তাড়া,


যেথায় আহারের গল্পে চিত্র এঁকে
দু মুঠো ডাল ভাত আনে,
সেথায় আমায় তোরা নে।