আমি ভালোবাসি না
হাসান মাহমুদ


আমি তিরস্কার করি এ শহরের ধূলিকণাকে
আমি আড় চোখে দেখি এ শহরের পথকে,
আমি ঘৃণা করি এ অভিশপ্ত শরহকে
আমি ভালোবাসি না এ শহরকে।


এই শহরে ভালোবাসার কোনো মূল্য নেই
এর কারণ, চাইলেই ভালোবাসা মিলে,
হোক টাকায় কিংবা রূপতত্ত্বের মোহনায়
নেই অতীতের অমলিন ভালোবাসা যা গড়ে তিলে।


এই শহর তো ইটের দেয়াল ঘেঁষে
এখানে ভালোবাসা চাওয়াও তো বোকামি
এখানে তো শাঁই শাঁই দালান দাঁড়নো
এখানে তো হাজারো জীবন্ত লাশ রোসে।


এই শহর গরিব কিংবা মধ্যবিত্তের জন্য না
এ শহর তোমার আর আমার জন্য না
এ শহর উঁচু খাঁচায় থাকা লাল কালো পক্ষির
এ শহর শুধুই তিরস্কারের, ভালোবাসার না।


আমি অপবাদ দেই এ শহরকে
আমি নিন্দা জানাই এ শহরকে
আমি তিরস্কার করি এ শহরকে
আমি হিংসে করি এ শহরের মানুষকে।