অপূর্ণ
হাসান মাহমুদ


কখনো ভাবা যায় বলো?
তুমি ছাড়া আমি দূরে,
কত দিবস রজনী গেলো;
কত বেলা অবেলা ফুরালো
কতা বেদন বক্ষে বিঁধিলো।


কত মায়া ছুটিয়া চলিলো,
কত আশা নিরাশায় ঘর বাধিঁলো,
কত ঘুম স্বপ্নে কাটিলো,
কত চাওয়া পাওয়া অপূর্ণ রহিলো।


কত স্মৃতি একেলা খেলা করিলো
কত সুখ আসার বাকি ছিলো,
কত অতীত আগামী হলো
কত আগামী অতীত হলো,
এই তুমি ছাড়া সব অপূর্ণ মোর রহিলো।