আড়ি
হাসান মাহমুদ


চলুক মনের উপর জোড়
নাইবা কাটুক প্রিয়জনের ঘোর,
সময় হলে এমনি করে
চলবে সময় উল্টো ধরে।


থামবে হঠাৎ থমকে গিয়ে
বুঝতে তখন হোঁচট খেয়ে,
হারালো কি এমনি করে
হারানো সেই মনটা ধরে।


চলছে চলুক দিন ভর
বুঝুক সে আপন  পর,
দেখুক গিয়ে নদীর ভাঙন
পাড় ভাঙা ঐ কত করুন।


চলুক না হয় একটু আড়ি!
বাঁধবো না হয় বসত বাড়ি!
হচ্ছি না হয় ক্লান্ত অতি
ভাবুক সে জীবন গতি।


বুঝুক তবে ভাবুক তখন
মন বিপরীতে কাঁদুক নয়ন,
ঝরুক আঁখি দেখুক তবে
কত বেদন লুকায় সবে।


থাকছি তবে আমার মতো
জীবন  সে আমারই তো,
চলছি তবে মনের জোড়
আমার মনে তাহার ঘোর।