আর্জি
হাসান মাহমুদ
প্রিয় তমা!
এখনো ভোর হয়নি উঠেনি আলো
এখনো রাত যায়নি কাটেনি কালো।
এখনো উষ্ণতা কাটেনি হয়নি শীতল
এখনো শিখা জ্বলে কমেনি জ্বাল।
প্রিয় তমা!
এখনো সময় বাকি আসতে পারো
এখনো খিল খোলা নাড়তে পারো।
এখনো অনেক আছে বলার শুনতে পারো
এখনো আছে দেখার দেখতে পারো।
প্রিয় তমা!
এখনো আঁখি ভিজে কালো রাত
এখনো আশা জাগে দেখবার স্বাদ।
এখনো হৃদ পুড়ে উঠিলে হৃদে
এখনো জ্বালা বাড়ে ভাসিলে নেত্রে।
প্রিয় তমা!
এখনো ভুলতে পারিনি তমো মায়া
এখনো পিছু টানে তমো ছায়া।
এখনো মায়া মায়া টান তমো আঙ্গিনায়
এখনো ভালোবাসা ভালো লাগা মোহনায়।
প্রিয় তমা!
ভুলে যাও পিছু কিছু কথা
ভুলে যাও পিছু কিছু ব্যথা।
এসো ফিরে এখন কিছুটা হাসিতে
এসো ফিরে এখন কিছুটা স্নেহতে।
প্রিয় তমা!
শুনে নিও এ মোর বেদন আর্জি
মনে নিও গেঁথে একান্ত মর্জি।
তোমাতেই বিলীন আমার সকল সুখ
তোমাতেই ঠাঁই আমার নিখাত দুখ।