বিদায়
হাসান মাহমুদ


এই কালো রাত হেসেছে আজ
হেসেছে সুখের বন্যায়
আজিকায় নাকি নাইওর আমার
নতুন বাড়ির ঠিকানায়।
কুটুম এলো আয়োজন করি সব
বাজিছে সানাই বাজিছে,
পালকি এলো বেহারা এলো চারে
নতুন পোশাকে সাজিছে।
পাক কালামের গীত হইলো মুখে
বাজিছে স্বরে বাজিছে
আত্মীয় অনাত্মীয় সাজিছে সবে
কেহ বিদায় কাঁদিছে।
নতুন ঘরে নতুন করে এই মোরে
দিলো দূরে ঐ দূরে
ঐ কালো রাত হেসেছে আজিকায়
আমারি কণ্ঠ স্বরে।
আমারি দেখিতে;বিদায় দিতে সবে
আসিল দরজার মোড়ে
যাচ্ছি চলে নতুন শ্বশুর বাড়ি
বাঁকা আল ধরে।
চিরো কালের তরে হইবো জামাই
ঘরে বন্দী ছেলে
এখন আর কেউ বলবে না তবে
গেছে বাপ-মা ভুলে।
সবাই জানে এই বাড়িতে আর
হয়না ফিরা গেলে,
তাই তো সবাই বিদায় দিলো
নয়ন জল ফেলে।