বসন্ত নয় অবহেলা
হাসান মাহমুদ


বসন্ত নয়!
আমার আঙ্গিনায় প্রথম কড়া নাড়ে অবহেলা
ভেবেছিলাম বর্ষা ঋতুর পরে শরৎ আসবে
আসবে হেমন্তের নতুন বার্তার আগমন
কিন্তু না, আসলো এক অবহেলা।

বসন্ত নয়!
আমার বাগন জুড়ে বৈশাখের আগমন
প্রখর কাল অবিনাশীর তান্ডব
ভেবেছিলাম বৈশাখের পরে জৈষ্ঠ্যের আগমন
কিন্তু না, আসলো এক অবহেলা।


বসন্ত নয়!
আমার উঠোন জুড়ে অবহেলা
ভেবেছিলাম গল্পের আসর বসাবো
চাঁদনি পসর এক রাত্রে
গল্পে কেটে দিবো আলো থেকে আঁধারে
হলো কই!শুধু অবহেলা নিয়ে ঘরে ফেরা।


বসন্ত নয়!
আমার বক্ষ জুড়ে অশান্ত ঝড়
ক্লান্ত পথিকের হতাশাজনক চলা
কোকিলের সুর ফেলে বেদনার ডাক
বসন্ত নয়, আমার উঠোন জুড়ে অবহেলা।


বসন্ত নয়!
আমার ভূমি জুড়ে অবহেলার ফসল
শরৎ, হেমন্ত, শীত গেলো তবুও ফসল পাকিলো না
শীত শেষে বসন্তের আসার কথায় আসিলো না
বসন্ত নয় আমার ঘর ভরা অবহেলা।।।