চাটাচাটি
হাসান মাহমুদ


মাশায় চাটে গরুর গাল
মাছি চাটে পা,
গরু মশাই বেশ বিপদে
লেজ নাড়িয়ে যা।
ঘরে কুকুর পাতিল চাটে
বিলাই চাটে থাল
পুকুর পাড়ের তাল গাছে
পেঁচা চাটে তাল।
চাটার দায়ে শিন্নি নষ্ট
দাদির ঘরে আউল
দাদার কথায় দাদি বকে
নষ্ট শিন্নি চাউল।
চাটাচাটির এমন সময়
বসে থাকলে হয়
চালাক শিয়াল রাতে চাটে
হাঁস মুরগী কয়।
খাটাশ চাটে মুগীর পায়ে
মুরগী ধড়ফড়ায়
পাশে বসেই হাঁস গুলো
হাসি নাচন দেয়।
দরজার মুখে কুকুর মশাই
মুচকি হাসি দিয়ে
একটু খানি চাটন লাগাই
হাঁসটি গেলো নিয়ে।
চাটাচাটির পাল্লায় পরে
সবাই গেলো ভুলে
চাটতে গেলে ক্ষয় হবে
এমন কথার মূলে।