ঘুম ছেড়ে উঠো
হাসান মাহমুদ


কে আছো কোথায় তরী বুঝি ডুবে যায় যায়,
সারথীর ডাক ঐ মাঝ গাঙে শোনা যায়।
বাঁচাও বাঁচাও চিৎকারে ঐ কাপছে ধরনী,
বাঁচাতে হবে আত্মীয় মোর ভাসাও তরণী


ঘুম ছেড়ে তড়িঘড়ি করে উঠো মুসলমান,
ঘুমাবার সময় নয়তো এখন যাচ্ছে আমাদের ঈমান।
নিশি রাত চাঁদনি পসরে নামতে হবে ঈমান গাঙে,
আনতে হবে ছিনিয়ে তোমার স্রোত মুখি নৌকা ডাঙে।


হাতে লও বৈঠা তোমার, তরী করো তুমি উদ্ধার,
এ বিশ্বের জালিম জুলুম ডাকাত সরদার,
কেহ হবে না তোমার বীরত্বের আবদার।


ঘুম ছেড়ে উঠো মুসলমান তোমায় ডাকে স্বদেশে
সাড়া দেও, সাড়া দেও বাঁচাও আমার এদেশ।
হাতে লও কাস্তে,কুঠার,ঢাল তলোয়ার
রুখতে হবে শত্রু তোমার হও হুশিয়ার।