হাত
হাসান মাহমুদ


হাত!
নানান রং বে রংয়ের হাত আছে,
              অলস হাত
         বলিষ্ঠ হাত,
               দূর্বল ভীরুত্বের হাত।
      বন্ধুত্বের দৃঢ় হাত,
                  স্নেহের, সেবার হাত।
                       অসহায়ত্বের হাত
            শ্রমীকের কঠর হাত,
                      বাবা-মায়ের হাত।
            আবার লম্পটের হাত
                         খুনি,ধর্ষকের হাত।
             রাজনৈতিক অঙ্গসংগঠনের হাত,
                    ধনীর, গরীবের হাত।
            চোর - ডাকাতের হাত
                     সাধু-ধার্মিকের হাত।
             নির্লজ্জ বেহায়ার হাত
                   ঘুসখোর - সুদখোরের হাত।
                            আবার!
               ভিক্ষুক পাগলের হাত
        প্রেমিক প্রেমিকার অবৈধ হাত।
                             হাতের ছড়াছড়ি,
            নানান হাতের নানান গাড়াগড়ি।
                   কতগুলো শ্রেষ্ঠ হাতই
              শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে,
                     যেমন বাবার হাত
           অটুট বন্ধোনের হাত
                      ছুরে না ফেলার হাত।
       মায়ের হাত, আদর ভালোবাসার হাত,
                    স্নেহের মায়ার হাত।
                      শ্রেষ্ঠত্বের হাত
                 দিন মজুর শ্রমীকের হাত,
               যে হাত ঝরা রক্ত আর ঘামে,
         সভ্যতাকে এগিয়ে আনে।
                        অসভ্য বেহায়া জাতিকে
              সভ্য করে তুলে।


          নানান হাতের নানান হাতাহাতি
              ধংস করে তুলে এ সমাজ,
         বেঁচে থাকার প্রয়াস কে মেরে ফেলে।
             খুনি - ধর্ষক,চোর-ডাকাত
            নির্লজ্জ - বেহায়া, ভিরু-দূর্বল
                     লম্পটের হাত।
       এ হাতের প্রতি খোভ্
              ধিক্কার, রাগ, বিক্ষোভ জানাই,
        নিজ বিবেক কে স্বল্পতায় মানাই।


দুপুর-১২:০০
১৬/০৬/২০২০