হঠাৎ চলে গেলে
হাসান মাহমুদ


বলে যাই প্রিয় শুনো খেয়াল করে
যদি যাই হঠাৎ উড়ে,
কোনো দিন এ ভব সংসার ছেড়ে।
আমার যত সুখ-দুঃখ
আমার যত আশা-আকাংখা
আমার যত ভাল লাগা-ভালোবাসা
আমার যত চাওয়া- পাওয়া
সব টুকু নিজেদের করে নিও,
তোমাদের যত আমার কাছে পাওয়া
যা কিছু ছিলো তোমাদের চাওয়া
রেখে যাবো যত সুখের বেদনা
তার থেকে অল্প অল্প করে ভাগ করে নিও।
সমান ভাবে নিও তবে
যদি হয় কম বেশি
ততটুকু অবলা মা-কে দিও।
নেই তো জমানো ব্যাংকে মোর টাকা কড়ি,
রেখে গেলাম বেদনা ভরি
সুখের মাঝে নিও তবে ভাগ করি।