যেখানে কেউ নেই
হাসান মাহমুদ


যেখানে কেউ নেই;
যেখানে কেউ নেই প্রতিক্ষায়,
যেখানে পড়ে আছে মৃত স্তুপ কংকাল
যেখানে রাত হলেই ডাকে ডাহুক; সঙ্গী শিয়াল
যেখানে শকুন ঘুরে গন্ধ পেয়ে; অতৃপ্ত জঞ্জাল।
যেখানে হুতুম পেঁচা নিশ্চুপ চঞ্চল
যেখানে কেউ নেই নিবিড় স্তব্ধ কোলাহল
সেখানে আমি আছি; অশ্বত্থের ছায়ায়
জ্যোৎস্নায় ঘন কুয়াশায় ধোঁয়া ওঠা আলোয়।
যেখানে কেউ নেই ;
কেউ নেই তিব্র প্রতিক্ষায়; নিশিথির প্রহরী
যেখানে কেউ হাঁকে না,সাবধান সাবধান
যেখানে থমকে থমকে বাজে না ছিটি
সেখানে আমি আছি; গল্প কবিতায়
সেখানে আমি আছি; তোমাদের ভাবনায়
তোমাদের সাধের আহ্লাদে আমি আছি
ঝোপের আড়াল বেতের তলায়
আমি আছি; কেউ কেটা শব্দের ডাকে।