কাজ করে খাই
হাসান মাহমুদ


পাছে লোকে কিছু বলে
সময় নেই শুনিবার,
যে যা বলুক, বলুক না
অদম্য মনোবল আমার।
আমার ইচ্ছার কাছে
নেই কেউ আর,
যা মনে চায় করিব আমি
বাঁধা দিবে কে আমায়,
কাজ করে খাই
চুরিত করিনা তায়।
কেন থাকিব অন্যের ভয়
হাসি ঠাট্টায় ইজ্জত যায়,
হা হা ভাই
আমারও তো হাসি পায়,
পাছে লোকে কিছু কয়।