কালেমা কখনো ভাগ হবে না
হাসান মাহমুদ


তোমার কালেমা আমার কালেমা দুটাই তো ভাই এক
তোমার ব্যবহার আমার ব্যবহার কালেমা করেছে ভাগ।
কালেমা কখনো নয়তো ভিন্ন ভোজন রসিক আয়েশ
কারো ব্যবহার মসজিদ, ময়দান, কারোটা আবার শিন্নি পায়েশ।
কারোটা আবার দীন খোদার,কারোটা দুনিয়ায়
ব্যবহারে কালেমা ভিন্ন দেখায়, নামে মোল্লার কালেমায়।
কারো কালেমা ঈমান জোগায়, কারোটায় রুটি রুজি
জায়গা ভেদে এক কালেমা ভিন্নতায় নেয় সাজি।
একই খোদার একই কালেমা বিরূপ কেন হবে
আমরা মানুষ ভাগ করে তা ভিন্ন করে নিবে।
কালেমা কখনো দুটা হবে না একই বিধান জারি
ভাগ শুনে তা ঈমন আমাদের ক্লান্ত বড্ড ভারি।।।