কবর আমায় ডাকছে দ্যাখো
হাসান মাহমুদ


কবর আমায় ডাকছে দ্যাখো
সকাল সন্ধ্যা কালে
ঐ কবরে লাগবে ছামান
আমার যেতে হলে
কবর আমায় ডাকছে দ্যাখো
সকাল সন্ধ্যা কালে।।
অন্ধকার এক ঘরের ভিতর
থাকতে হবে একা
আছে যত সঙ্গের সাথী
কেউ দিবে না দ্যাখা
যাবে শুধু আমার সাথে
আমল নামা চলে
কবর আমায় ডাকছে দ্যাখো
সকাল সন্ধ্যা কালে।।
ভাই বন্ধু সব যত আছে
আত্মীতার বাঁধন
কেউ রবে আমার পাশে
থাকবো একা তখন
ছিন্ন করে যেতে হবে
হাত দু'খানা খুলে
কবর আমায় ডাকছে দ্যাখো
সকাল সন্ধ্যা কালে।।
কলা গাছ আর বাঁশের নিচে
সাড়ে তিন হাত ঘরে
লম্বা আমার দেহ খানি
থাকবে একা পড়ে
আলো বিহীন কালো ঘরে
মাটি আমার কোলে
চাপা দিয়ে বলবে আমায়
সকল পাপের ফলে
কবর আমায় ডাকছে দ্যাখো
সকাল সন্ধ্যা কালে।।
কবর যেতে নাইগো ছামান
পাপে ভারি দেহমন
চাই গো ক্ষমা প্রভুর কাছে
ভরে আমার মন-প্রাণ
যদি করে আমায় ক্ষমা
এই না আয়ু কালে
কবর আমায় ডাকছে দ্যাখো
সকাল সন্ধ্যা কালে।।