কেমন আছো সুচরিতা
হাসান মাহমুদ


কেমন আছো সুচরিতা?
বেশ ভালোই আছো হয়তো!
নবীন জীবনে নবীন আলপনায়
নিজেকে বেশ মানিয়ে নিয়েছ আজ।
তবু বেশ জানতে ইচ্ছে কেমন আছো?
বড্ড ইচ্ছে জাগে নয়ন জুড়িয়া দেখতে
অনেক দিন হলো দেখি না
সেই কবে দেখেছি তা মনে পড়ছে না!
মাঝে মাঝে  ইচ্ছে জাগে  চলে যাই তোমার ঠিকানায়
গিয়ে বলি সুচরিতা কেমন আছো?
আমাকে চিনতে পারছো?
আমি তোমার অন্ধ কানাই
তোমার মজনু, তোমার দেবদাস
আমাকে কি চিনতে পারছো?
তোমার বাসার নিচে গিয়ে অপেক্ষা করি
তুমি কখন বেলকনিতে আসো
কখন তোমার আঁখি আমি দৃষ্টি নন্দিত হয়;
দেখে মুচকি হেসে না চিনার ভাবে দাঁড়িয়ে দেখো।
সুচরিতা তুমি কেমন আছো?
কত দিবস রজনী গেলো কথা হয় না
তোমার কি একটি বারও মনে পড়ে না
তুমি জানো না! হিমালয় পরিমাণ বেদনা নিয়ে
তোমার জন্য অপেক্ষা মান
হিমালয়ের হীম বাষ্প হয়ে জড়ছে
কতটা ক্ষতবিক্ষত হচ্ছে হৃদয়
শুধু তোমার জন্য সুচরিতা।
সুচরিতা চলে এসো একবার
এই আমার জগতে আত্মতুষ্টির তরে
কথা দিলাম সঙ্গী হবো তমো
আমার অসংগতি হৃদয় জুড়ে।