কেউ ভালো নেই
হাসান মাহমুদ


সংবাদ শুনেছি!
আহ্! কি মর্মান্তিক সংবাদ;
অনেকেই ভালো নেই,
শুনেছি কেউ অর্থনৈতিক
কেউ রাজনৈতিক
কেউ দেশ কূটনৈতিক
কেউ আইনীয়
কেউ বেআইনীয়
এমন তো শুনেছি
দুর্বৃত্তের পাল্লায় ভালো নেই
কেউই ভালো নেই!
কেউ পারিবারিক কলহ বিভেদ
কেউ প্রকৃতিক নিয়মে
কেউ আত্মকেন্দ্রিক
কেউ আবার অনাত্মকেন্দিক।
কেউ ভালো নেই!
দোকানি বাকির জ্বালায়
ক্রেতা দোকানির জ্বলায়,
ছাত্র পড়ার জ্বালায়
শিক্ষক ছাত্রের জ্বলায়,
ছাত্র শিক্ষকের জ্বালায়।
নেতা চামচার জ্বালায়
চামচা নেতার জ্বালা,
আসলে কেউই ভালো নেই।
কেউ প্রেম প্রেমিকের জ্বালা
কেউ প্রেম প্রেমিকার জ্বালায়,
ধনী গরিবের জ্বালায়
গরিব ধনীর জ্বালায়,
কেউ আবার ফকির মিসকিনের জ্বালায়
কেউ ছিন্ন মূল পথিকের অসুখে
তবে কেউই ভালো নেই।
টাকা ওয়ালা ক্ষুধার জ্বালায়
আবার অনাহারী ও ক্ষুধার জ্বালায়,
কেউ ভালো নেই,ভালো নেই।