কৃষকের ছেলে
এই দেশ এই ভূমি আমার
এই কৃষক, এই শষ্যদানা,
আমি এবং আমার বাবার।
এই মাটি, এই ভূমি ফসলের,
এই চাষা, এই লাঙল গরু,
আমি এবং আমার বাবার।
এই তপ্ত রোদে পোড়া শরীর,
এই বর্ষা ভিজে নরম ত্বক,
আমি, একান্ত আমার বাবার।
এই আমি—গর্বিত সন্তান বাবার,
আমি আমার বাবা, কৃষক।
আমি, আমার সমস্ত, আমার গায়ের।