মাঝে মাঝে মনে হলে
হাসান মাহমুদ


মাঝে মাঝে মনে হলে
তাকিয়ে থাকি অদূরে
আঁখি আমার পায়না খুঁজে
বন্ধু তুমি কোন দূরে।
আঁখি আমার লাল কালোতে
করছে খেলা জলে
তোমার লাগি প্রাণ আমার
মিছা মিছি ভোলে।


মাঝে মাঝে মনে হলে
কথা বলি পরাণে
আপনা আপনি গল্প জুড়ি
জল ঝরিয়ে নয়নে।
কি মন কারিলা আমার সখি
তোমার মনে বান্ধি
মন থাকেনা মনের ঘরে
অসুখে মন কাঁন্দি।


মাঝে মাঝে মনে হলে
দেখি রাতের আকাশ
তারার খেলায় মন হারিয়ে
দেহে দক্ষিণা বাতাস।
কালো গগনে রূপালী চাঁদ
বেদন সুখে হাসে
তাহার সনে বান্ধি মন
অশ্রু জলে ভাসে।


মাঝে মাঝে মনে হলে
হারিয়ে যাই তোমাতে
কি সুখ আমার হারাতে তায়
বুঝিনি আজও আমাতে
তোমার চিন্তায় মগ্ন মন
প্রাণে বাজায় বাঁশি
তোমায় কত মগ্ন আমি
কত ভালো বাসি।।