মিনতি
হাসান মাহমুদ


সুধাতে পারিনি পরাণ
যেমতি বাসিয়াছি ভালা;
ক্লান্ত বড্ড ক্লান্ত মোর
আঁখি বারি জ্বালা।


কেমনে বুঝাইবো আমি
অন্তরে তিব্র স্রোত;
সফেদ হৃদয়ে ঠাঁই
নোনা বারি সফেন স্রোত।


এ কি মনেরই আকুতি
মিটিলো না মনের মিনতি;
তোমারি মিলনসুধা যেমতি
এই মনেতে ওগো বসুমতী।


এই আমাকে ফিরায়ে
দিও না কো কবু;
শত ব্যথায় ব্যথিত আমি
তোমারি রবো তবু।


আমারি অশুভ্র মিনতি
এই মনেরই মলিন খাক;
তোমারি চরণ তলে
আমারি বাহু বাঁক।