♪মৃত্যুর আবাস ♪♥
              √ হাসান মাহমুদ √
০৫.১১.২০১৮


মাগো আমি দেখিতেছি স্বপ্ন ঘোরে
আমায় ডাকিতেছে কে যেন এই মাটির গহীন তল।
এই বুঝি মা এলো ছাড়িয়া যাইবার ডাক,
মাগো,বাড়ির আঙ্গিনায় হাজারো ডাকিতেছে
পাখি কুল ডাকিতেছে কাক।
মাগো আমার জীবনে এই বুঝি পরিয়া গেলো মৃত্যুর আবাস,
কখন যানি চলে যায় সোনার কায়ার শ্বাস।
আর কোনো দিন দেখিতে পাবো না আকাশের শুক তারা গুলি,
মাগো,স্বজনেরা তখন যাবে আমায় ভুলি।
হয়তো আর শুনিবো না ঝিঝি পোকার ডাক,
মাগো, দক্ষিনা বাতাস আর লাগিবে না গা
সে দিন কেউ দিবে না ডাক ঐ মাটি করে ফাঁক।
মাগো,দেখিবনা জীবনের বারোটি মাস,
এই বুঝি পরে গেলো মৃত্যুর আবাস।
মাগো, দেখা হবে না আর আমার পথের ধূলার সাথে,
তখন আমি আর হবো না কারো কাটা মা চলার পথে।
মাগো,হয়তো দেখিব না আর নিরবে ডাকা
তোমার পরিচিত মুখ,
সেদিন কাঁদবে, জড়িয়ে অশ্রু ভাঙ্গবে বুক।
মাগো,জীবন তো শেষ হবে নিবে যাবে ধরনির আলো,
অবেলায় ডাকিবে সবে বাসিয়া ভালো।।