মহরমের ফজিলত
হাসান মাহমুদ


মহরমের দশ তারিখে সৃজিল আদম,
এই দিনেই দিলো বেহেশতে তার দম।
ধরনীতে দিলো তাকে খলিফা করে,
ইবলিশ হতে কুমন্ত্রণায় ধরণীর ধারে।


সৃজিত হলো রূহানী পিতা
নূহ আঃ কে,
ভাসানো হলো প্লাবনে
তাহার জাতিকে।


এই দিনেতে জন্ম নিলো
নবী ইব্রাহীম,
মুসা ও তার সাথীরা উদ্ধার
ফেরাউনের কবলিত ভিম।


মহান দিনে ঘটে ছিলো
মহা প্রলয়,
মুসা ধারা মেরে ছিলো ফেরাউনের দল
নীলনদ মাঝালয়।


এই দিনে মাছ হতে মুক্তি
পান নবী ইউনুস,
আয়ূব নবী এই দিনেতেই
বিদে ছিলো রোগ মুক্তির সুচ।


পিতা ছাড়া জন্ম নিলো
যিশু রূহুল্লাহ,
শত্রু ধারা আকাশ পানে
উঠিয়ে নিলো মহান আল্লাহ।


আমার নবী প্রাণের নবী
জনাবে মুহাম্মাদ,
ভালো বাসায় ছিলো
যাদের প্রেমে উন্মাদ,


তাহারই ঐ নয়ন মনি
শহিদ হলো কারবালায়,
এজিদ ছিলো পাশান
এক নির্মম জমালয়।


পিছন হতে মারলো ছুরে
বল্লম কঠিন তীর,
আকাশটা ঐ লাল হইলো
বেদনায় দু'ধার।


মহরমেরই ফজিলত
সকল দিনের সেরা,
সকল মাসের দশ তারিখ
এই দিনেতেই ঘেরা।


৩০/০৮/২০২০